যুদ্ধেই জন্ম, বেড়ে ওঠাও যুদ্ধে, শৈশব স্মৃতি জুড়ে আতঙ্কের হাজার দিন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ২০:৫১
প্রায় তিন বছর আগে চতুর্থ সন্তানের জন্ম দিতে হাসপাতালে যাওয়ার পথে ইউক্রেইনের নাগরিক লিউডমিলা রোডচেঙ্কো রাস্তায় কাপড় দিয়ে মোড়ানো সাধারন মানুষের মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন।
তার সন্তান ইয়েভহেন স্তেপানেঙ্কোর জন্মের ঠিক একদিন পর ওই হাসপাতালের বাইরে রাশিয়ার সামরিক বাহিনীর একটি ট্যাংক দাঁড় করানো ছিল।
আক্রমণকারী রাশিয়ান বাহিনী ইউক্রেইনের রাজধানী কিইভের পাশে রোডচেঙ্কোর নিজ শহর বুচা দখল করে নেওয়ায় ৪২ বছর বয়সী ওই নারী তড়িঘড়ি তার নবজাতক পুত্রকে একটি কম্বলে জড়িয়ে আর তার অন্য সন্তানদের সঙ্গে নিয়ে মধ্য পোলতাভা অঞ্চলের তুলনামূলক নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান।