 
                    
                    ফোন স্ক্যামারদের ‘সময় নষ্ট করবে’ নতুন এআই টুল
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১৭:০১
                        
                    
                ‘বুড়ো দাদীদের মতো শোনায়’, এমনই এক এআই টুল বানিয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি ‘ও২’।
এর কাজ হল, লোকজনকে বিভিন্ন জাল ফোন কল করা স্ক্যামারদের থেকে দূরে রাখা।
টেলিকম জায়ান্ট কোম্পানিটি বলেছে, তারা এই তথাকথিত ‘স্ক্যামবেইটার’ টুল তৈরির আগে একটি গবেষণা খতিয়ে দেখেছিলেন। এ গবেষণায় অংশ নেওয়া প্রতি ১০ জনের সাতজনই স্ক্যামারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও তারা এর পেছনে সময় নষ্ট করতে রাজী নন।
কোম্পানিটি বলেছে, ‘ডেইজি’ নামে পরিচিত এআই টুল বানাতে তারা এমন শীর্ষ স্ক্যামবেইটারদের সঙ্গে কাজ করেছে, যারা বিভিন্ন স্ক্যামার নেটওয়ার্কে ব্যাঘাত ঘটায়।

 
                    
                 
                    
                 
                    
                