ধূলিদূষণে নাকাল নগরবাসী
মাঝে মাঝে মনে হয়, করোনাকালই বোধহয় ভালো ছিল। শাটডাউনে সব বন্ধ, রাস্তায় যানবাহন নেই, মানুষের চলাচল সীমিত, যারাও বাইরে যাচ্ছে তাদের মুখে মাস্ক পরা। রাস্তার ধারের গাছগুলোতে ধুলার পর্দা পড়ছে না, কলকারখানার চোঙা দিয়ে ধোঁয়া বের হচ্ছে না, বায়ুদূষণও কমে এসেছে।
এক অদেখা জীবাণুর আতঙ্কে আমাদের কী দুঃসময়ই না কেটেছে। ভেবেছিলাম, ধূলিদূষণ ও বাতাসে থাকা জীবাণু এবং ক্ষতিকর গ্যাস থেকে বাঁচতে আমাদের অন্তত মাস্ক পরার অভ্যাসটা অব্যাহত থাকবে। কিন্তু করোনাকাল কাটতেই সে অভ্যাসও ধূলিসাৎ হয়ে গেছে। আমরা আবার ধুলার রাজ্যে বীরপুরুষের মতো ঘুরে বেড়াচ্ছি। নাক দিয়ে টেনে নিচ্ছি ধূলিকণাভরা দূষিত বাতাস।