You have reached your daily news limit

Please log in to continue


আজ ঢাকা মাতাচ্ছেন জেমস

দেশের সংগীতপ্রেমী মানুষের কাছে নগরবাউল জেমস মানেই অন্যরমক উন্মদনা। শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকার মঞ্চে গান গাইবেন জেমস।

রাজধানীর সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে বিকেলে অনুষ্ঠিত হচ্ছে কনসার্টটি।

এর আগে, কনসার্টের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে নগরবাউলের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে জেমস লিখেছিলেন, ‘আমার প্রাণের শহর ঢাকা, ভালোবাসা নিও। দেখা হবে ১৫ নভেম্বর। ’ আজ অনুষ্ঠিত হতে চলেছে সেই কনসার্ট।

একইমঞ্চে গান শোনাবেন আরও তিনটি দল। সেগুলো হলো ‘আর্ক’, ‘মাইলস’ ও ‘দলছুট’।

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ‘ঢাকা রেট্রো’ নামের এই কনসার্টে অংশ নেবে দলগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন