ত্বক তৈলাক্ত হলে যেসব নিয়ম অনুসরণ করা উচিত
ত্বকে তেলতেলেভাব কারও পছন্দ হয় না। আর যার তৈলাক্ত ত্বক সে বুঝে সমস্যা কতটা।
ত্বকের প্রাকৃতিক এই অবস্থাতো পরিবর্তন করা সম্ভব নয়। তবে কিছু নিয়ম মানলে অবস্থা উন্নত রাকা যায়।
পিএইচ ভারসাম্য করে এমন ক্লেঞ্জার ব্যবহার
যাদের ত্বক তৈলাক্ত তারা দিনের রাতে ছাড়াও নানান সময় মুখ ধোয়ার চেষ্টা করেন। তবে বেশি পরিষ্কার করাও ঠিক না, যদি না ঘাম হয়।
মার্কিন রূপসজ্জাকর ইয়ান মাইকেল ক্রাম এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে বলেন, “যদিও তৈলাক্ত ত্বক ধোয়া প্রয়োজনীয়। তবে অতিরিক্ত পরিষ্কার করলে ত্বকের প্রাকৃতিক তেল উৎপাদন বাড়ে। ফলে আরও তেলতেলে হয় ত্বক।”
এজন্য ঘাম আর মুখ ময়লা না হলে সকালে আর রাতেই মুখ পরিষ্কার করা ভালো। আর ব্যবহার করতে হবে ত্বকের ‘পিএইচ’ বা ক্ষারীয় অবস্থায় যাতে ভারসাম্য বজায় রাখে এমন ক্লেঞ্জার ব্যবহার করা। এগুলো ত্বক আর্দ্র রাখার পাশাপাশি তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে।
- ট্যাগ:
- লাইফ
- তৈলাক্ত ত্বকের যত্ন