ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ‘টিকাবিরোধী’ রবার্ট কেনেডি
গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন। এর মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিনও আছে, যে ভ্যাকসিনকে তিনি ভয়ংকর বলে মনে করেছিলেন। এক সাক্ষাৎকারে দাবিও করেন, ‘আমি বিশ্বাস করি, অটিজম হয় টিকার কারণে’, সেই সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন ট্রাম্প।
রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি আরএফকে জুনিয়র হিসেবেই বেশি পরিচিত। স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিপরিষদে এমন আরেক নতুন মুখ যুক্ত হলো। তাকে নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন সিনেটে অনুমোদিত হলে, তিনি একটি বিশাল সংস্থার নেতৃত্ব দেবেন।
খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা গবেষণা এবং কল্যাণমূলক কর্মসূচীসহ সব কিছুর তদারকি করবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল হিসাবে দাঁড়াতে চেয়েছিলেন আরএফকে জুনিয়র। কিন্তু গত অগাস্টে তিনি সরে দাঁড়ান এবং ট্রাম্পকে সমর্থন করেন। তখনই ঠিক হয়েছিল, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার প্রশাসনে থাকবেন আরএফকে জুনিয়র।