এআই চ্যাটবট গ্রক-এর ‘ফ্রি ভার্সন’ পরীক্ষা করছে এক্স
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এআই চ্যাটবট গ্রক এতদিন তুলে রাখা ছিল কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। তবে, সম্ভবত প্ল্যাটফর্মটি বিনামূল্যে ব্যবহারকারীদের জন্যও এ চ্যাটবট খোলার প্রস্তুতি নিচ্ছে।
এ সপ্তাহজুড়ে বেশ কয়েকজন অ্যাপ গবেষক ও ব্যবহারকারী নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য গ্রকের একটি বিনামূল্যের সংস্করণ চালুর বিষয়ে পোস্ট করেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
এ ছাড়া, এক্স অন্তত নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের গ্রক এআইয়ের অ্যাক্সেস চালু করেছে বলে প্রতিবেদনে নিশ্চিত করেছে টেকক্রাঞ্চ।
এক্স প্ল্যাটফর্মে সোয়াক নামের এক গবেষকের মতে, এখন পর্যন্তন এটি ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। গ্রক-২ মডেলের বেলায় প্রতি দুই ঘণ্টায় ১০টি প্রশ্ন করা যাবে। ‘গ্রক-২ মিনি’ মডেলের কাছে দুই ঘণ্টায় ২০টি প্রশ্ন করা যাবে। এ ছাড়া, প্রতিদিন কেবল তিনটি ছবি বিশ্লেষণের অনুরোধ করা যাবে।