You have reached your daily news limit

Please log in to continue


আদানির বিদ্যুৎ: ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকি’ খুঁজে পেল এনবিআর

ভারতের আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক 'ফাঁকির' প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর; বহুল আলোচিত বিদ্যুৎ কেনার এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার তথ্যও উঠে এসেছে সংস্থাটির তদন্তে।

একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবেশ ও সঞ্চালনের সময় আমদানির যথাযথ প্রক্রিয়া অনুসরণের অংশ হিসেবে কোনো বিল অব এন্ট্রি যেমন দাখিল করা হয়নি, তেমনি তা আইনি পন্থায় নিষ্পত্তি না করার প্রমাণও মিলেছে।

এমন প্রেক্ষাপটে কর ‘ফাঁকির’ বিপুল এ অর্থ পিডিবির কাছ থেকে আদায়ের সুপারিশ করেছে এনবিআরের গঠিত এ কমিটি।

শুল্ক ‘ফাঁকির’ বিষয়ে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এনবিআরের চিঠি পেয়েছি। আমরা এখন বিষদভাবে চুক্তিটি বিশ্লেষণ করছি। কীভাবে এত বড় ফলস হল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন