বিশ্বে ৮০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৪৯

বিশ্বে ৮০ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যা আগের পরিসংখ্যানের চেয়ে দ্বিগুণ। ৩০ বছরের বেশি বয়সীদের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছেন যারা চিকিৎসা পাচ্ছেন না। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।


ল্যানসেটে প্রকাশিত গবেষণায় দেখা যায়, ২০২২ সালে ১৮ বা তার চেয়ে বেশি বয়স এমন ৮২ কোটি ৮০ লাখ মানুষ টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ সময় যাদের বয়স ৩০ বছরের বেশি ছিল তাদের মধ্যে ৫৯ শতাংশ চিকিৎসা পাচ্ছেন না বলেও জানানো হয়।


এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় ৪২ কোটি ২০ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগীর কথা জানায়।


গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালের পর বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ রোগীই মধ্য ও নিম্ন আয়ের দেশের মানুষ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও