You have reached your daily news limit

Please log in to continue


জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন লুঙ্গি

গ্রোইন ইনজুরিতে পড়ে আগামী জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ এবং এরপর পাকিস্তানের বিপক্ষে সব ফরম্যাট মিস করতে যাচ্ছেন তিনি।

সর্বশেষ ৭ অক্টোবর আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এনগিদি। এরপর গত প্রায় দেড়মাস তিনি সব ধরনের ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর তার শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করতে হয়। আগামী কয়েকদিনের মধ্যে তার পূনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। জানুয়ারির আগে আর তার মাঠে ফেরা হচ্ছে না।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলা নিয়ে সংশয় রয়েছে টেম্বা বাভুমার। বাম কনুইয়ের ইনজুরিতে দীর্ঘদিন ভুগছেন তিনি। তবে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (ক্রিকেট সাউথআফ্রিকা বা সিএসএ) জানিয়েছে, বাভুমার ইনজুরিতে থেকে সেরা ওঠার অগ্রগতি বেশ সন্তোষজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন