প্রতিষ্ঠানের তথ্য চুরির নতুন কৌশল হ্যাকারদের, এফবিআইয়ের সতর্কবার্তা

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১১:২০

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য চুরির উদ্দেশ্যে নতুন কৌশল অবলম্বন করছে হ্যাকাররা। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, সাইবার অপরাধীরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ‘ইমার্জেন্সি ডেটা রিকোয়েস্ট’ (ইডিআর) বা জরুরি ভিত্তিতে তথ্যপ্রাপ্তির অনুরোধ জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করছে এবং তাদের স্পর্শকাতর তথ্য চুরি করছে।


ইডিআর একটি আইনি পদ্ধতি, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংকটময় পরিস্থিতিতে ব্যবহার করতে পারে। এ প্রক্রিয়ায় আদালতের অনুমোদন ছাড়াই জরুরি তথ্য সংগ্রহের জন্য প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়। সাধারণত সংকটময় বা অত্যন্ত জরুরি পরিস্থিতিতে এটি ব্যবহৃত হয়। তবে এখন সাইবার অপরাধীরা এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ইডিআর পাঠিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিচ্ছে এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও