ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুগান্তর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরাইল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত। যদিও এই আহ্বান অন্তঃসারশূন্য বলেই মনে করা হচ্ছে।
ব্লিঙ্কেনের মন্তব্যটি এমন সময়ে এলো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ে বাইডেন প্রশাসনের প্রভাব কমে এসেছে। ইসরাইলি কর্তৃপক্ষে এসব আহ্বান কেবল কূটনৈতিক বাতাবরণ ছাড়া আর কিছুই নয়। কারণ, বাইডেন প্রশাসনের মেয়াদ ফুরিয়ে এসেছে। জানুয়ারিতে হোয়াইট হাউজে আসবেন ডোনাল্ড ট্রাম্প।
ইসরাইলকে গাজায় আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে ব্লিঙ্কেন বলেন, ’ইসরাইল ফিলিস্তিনি ছিটমহলে হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার কৌশলগত যুদ্ধের লক্ষ্য পূরণ করেছে।‘