![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-11-13%252Fq46ebh6g%252Fpexels-ella-olsson-572949-1640777.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
মেডিটেরিয়ান ডায়েটের ৮ উপকারিতা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৪
চলুন চট করে জেনে নিই ভূমধ্যসাগরীয় খাবারের কিছু উপকারিতা:
১. হৃদ্রোগের ঝুঁকি কমায়
প্রিডিমেড হলো ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত স্পেনে পরিচালিত একটি বৃহৎ ও যুগান্তকারী চিকিৎসা গবেষণা। এ গবেষণায় দেখা গেছে, ভূমধ্যসাগরীয় খাবারের অন্যতম উপাদান এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমায়। এ ছাড়া এই তেল কোলেস্টেরলের মাত্রা উন্নত করে। প্রদাহ কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।
২. নারীদের স্ট্রোকের ঝুঁকি কমায়
যেসব নারী ভূমধ্যসাগরীয় খাবার খান, তাঁদের স্ট্রোকের ঝুঁকি কম থাকে। অলিভ অয়েল ও বাদামের মতো খাবারে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে, যা নারীদের স্ট্রোক প্রতিরোধে বিশেষ সুবিধা দিতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- ডায়েট চার্ট
- ডায়েট
- ডায়েট খাবার