নীতি সুদ হার বৃদ্ধি কতটা কাজে আসবে
গত ২৭ অক্টোবর থেকে বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত কার্যকর করেছে। এর ফলে ওভারনাইট রেপো সুদের হার বৃদ্ধি পেয়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৪ সেপ্টেম্বর এই নীতি সুদ হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের তিন মাসের শাসন মেয়াদে দেশে নীতি সুদ হার দ্বিতীয়বার বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ ব্যাংক মাত্র এক মাসের ব্যবধানে তাদের নীতি সুদ হার ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ বৃদ্ধি করেছে।
এই নীতি সুদ হার বৃদ্ধির ফলে দেশে আমানত এবং ঋণ, উভয়ের ওপর সুদের হার বেড়ে যাবে। তবে আমানতের ওপর যে হারে সুদের হার বৃদ্ধি পাবে, তার চেয়ে অনেক বেশি হারে ঋণের ওপর সুদের হার বাড়বে বলেই আমাদের ধারণা। আমাদের অতীত অভিজ্ঞতা অন্তত সেটিই বলে। কেননা দেশে যখনই নীতি সুদ হারের পরিবর্তন হয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানতের ওপর প্রদত্ত সুদের হার যেভাবে পরিবর্তন করে, তার চেয়ে অনেক বেশি পরিবর্তন করে ঋণের ওপর ধার্য সুদ।