You have reached your daily news limit

Please log in to continue


নতুন উপদেষ্টাদের নিয়ে জনগণের ‘অনাগ্রহ’ থাকলে খতিয়ে দেখব: মাহফুজ

অন্তর্বর্তী সরকারে নতুন দুই সদস্যকে নিয়ে জনগণের মধ্যে কোনো ‘অনাগ্রহ’ থাকলে সেটি ‘খতিয়ে দেখার’ কথা বলেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বুধবার বিকেলে টাঙ্গাইলে 'মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ বলেন তিনি।

প্রয়াত নেতার ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মাহফুজ ছাড়াও অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মাহফুজ বলেন, “জনগণই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে। কিন্তু জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে আমরা সেটি খতিয়ে দেখব।

“তবে আমরা মনে করি যে, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে।”

গত রোববার নতুন তিন উপদেষ্টা হিসেবে মাহফুজ ছাড়াও যোগ দেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন