এআইসহ ফাইভজি নেটওয়ার্কের উদ্যোগে এনভিডিয়া, সফটব্যাংক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৮

প্রথমবারের মতো বিশ্বে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’সহ ৫জি টেলিকম নেটওয়ার্ক।


এআইয়ের সঙ্গে সমন্বয় করে এই ৫জি টেলিকম নেটওয়ার্ক পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া ও জাপানি বহুজাগতিক বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক গ্রুপ-এর টেলিযোগাযোগ শাখা সফটব্যাংক কর্পোরেশন।


কোম্পানি দুটির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


৫জি হচ্ছে ওয়্যারলেস সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তির ৫ম প্রজন্ম অর্থাৎ এটি পঞ্চম প্রজন্মের দ্রুতগতির ও উচ্চ ক্ষমতাসম্পন্ন মোবাইল নেটওয়ার্ক। এখন এর সঙ্গে এআইকে সমন্বয় করবে এনভিডিয়া ও সফটব্যাংক গ্রুপ।


এ নেটওয়ার্ক ব্যবস্থায় এআই ও ৫জি কাজের চাপ একইসঙ্গে সামলানো যাবে। আর এই সমন্বিত ব্যবস্থাকে ‘আর্টিফিশল ইন্টেলিজেন্স রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক বা এআই-আরএএন’ নামে বর্ণনা করেছে কোম্পানি দুটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও