ডিমে ‘মেসেজ সিন্ডিকেট’, বছরে ৩৬৫০ কোটি টাকা মধ্যস্বত্বভোগীর পকেটে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১২:১৫

অক্টোবর মাসের শুরুতে রেকর্ড ১৮০ টাকা ছুঁয়েছিল ডজনপ্রতি ডিমের দাম। সরকারের হস্তক্ষেপে দাম কিছুটা কমলেও এখনো আসেনি নিম্নবিত্তের নাগালে। ডিমের দাম কেন হঠাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ে, সেটা নিয়ে অনুসন্ধানে নামে জাগো নিউজ। পৌঁছায় প্রান্তিক খামারি থেকে ঢাকার বড় আড়তদার পর্যন্ত।


সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ডিমের দামে মধ্যস্বত্বভোগীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ। উৎপাদক খামারিদের কোনো ভূমিকাই নেই। বিক্রির সময়ও খামারিরা জানেন না ডিমের দাম কত করে ধরা হবে। সরবরাহ যেমনই হোক, নিজেদের বিনিয়োগ নিরাপদ রাখতে মোবাইলে মেসেজের আশ্রয় নেন আড়তদাররা। মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বিভিন্ন পর্যায়ের দাম। বিভিন্ন পন্থায় খামারিদের জিম্মি করে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চলছেন ডিম সিন্ডিকেটের সদস্যরা। অনেক সময় ট্রাকে থাকতেই হাতবদল হয়ে বেড়ে যায় দাম।


প্রতিটি ডিমের দামের দুই টাকাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রতিদিন গড়ে পাঁচ কোটি ডিম উৎপাদন হয়। এই হিসাবে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা ও বছরে প্রায় তিন হাজার ৬৫০ কোটি টাকা তুলে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও