You have reached your daily news limit

Please log in to continue


আপনারও কি খাওয়ার পরপরই টয়লেটের চাপ আসে? তাহলে জেনে রাখুন

অনেকেরই খাবার খাওয়ার পরই টয়লেটের চাপ আসে। বিশেষ করে প্রাতরাশের পরপরই। খাদ্যগ্রহণের পরপরই মলত্যাগ করার প্রচণ্ড চাপ আসে এবং টয়লেটে না যাওয়া পর্যন্ত পেটব্যথা ও অস্বস্তি হতে থাকে। এমন অভ্যাস যাঁদের, তাঁরা কি কোনো সমস্যায় ভুগছেন?

কেন এমন হয়?

এর মূল কারণ হলো শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স নামে পরিচিত। খাবার গ্রহণের পর প্রথমে তা মুখ থেকে খাদ্যনালি হয়ে পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলী থেকে স্নায়ুর মাধ্যমে তলপেটে অবস্থিত কোলন বা বৃহদান্ত্র তার মধ্যে জমে থাকা মল বের করে দেওয়ার জন্য স্নায়ুবার্তা প্রেরণ করে, যা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স নামে পরিচিত। স্নায়ুবার্তা প্রেরণ বা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সের মূল উদ্দেশ্য, পাকস্থলীতে আগত খাবার গ্রহণ করার জন্য কোলন বা বৃহদন্ত্রের প্রস্তুত রাখা। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা সবার মধ্যেই কমবেশি দেখা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স অতিরিক্ত সংবেদনশীল হয়ের থাকে। এই অতি সংবেদনশীলতার কারণে কোনো কিছু খেলেই সঙ্গে সঙ্গে মলত্যাগের ইচ্ছা জাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন