এক চার্জে ৭দিন চলবে এই স্মার্ট রিং
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৫
বর্তমানে স্মার্ট গ্যাজেটগুলোর মধ্যে ফোনের পাশাপাশি ইয়ারবাড এবং স্মার্টওয়াচ খুবই জনপ্রিয়। তবে স্মার্ট রিংও জনপ্রিয় হতে শুরু করেছে। অন্যান্য আংটির মতোই এই স্মার্ট রিং সারাক্ষণ হাতের আঙুলে পরে থাকতে পারবেন। সেখানেই পাবেন আপনার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন।
এমনকি একটি স্মার্টওয়াচে যেভাবে আপনি কলের নোটিফিকেশন পান সেভাবে স্মার্ট রিংয়েও পাবেন। স্যামসাং তাদের দ্বিতীয় স্মার্ট রিং শিগগির বাজারে আনছে। এর আগেও একটি স্মার্ট রিং এনেছিল সংস্থা। যা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এবার সেটারই দ্বিতীয় সিরিজ আনছে বাজারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্ট রিং