স্টারলিংকের আদলে মঙ্গল গ্রহে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করবেন ইলন মাস্ক
প্রথম আলো
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১১:০৮
পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। এবার মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ চালু করতে স্টারলিংকের আদলে মঙ্গল গ্রহে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছেন ইলন মাস্ক। নতুন এ উদ্যোগের আওতায় মঙ্গল গ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট পাঠাবে ইলন মাস্কের নতুন প্রতিষ্ঠান ‘মার্সলিংক’।
গ্রহ থেকে গ্রহে যোগাযোগ করা বেশ চ্যালেঞ্জের। এ সমস্যার সমাধান করতেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় মঙ্গল গ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। মঙ্গল গ্রহে এ ধরনের স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হলে সেখান থেকে পৃথিবীতে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হবে।