৫৩ সাবেক সচিবকে আসামি করার যুক্তি কী

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১১:০৫

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দমন করতে আওয়ামী লীগ সরকার নির্বিচার গুলি চালিয়ে শিশু–নারীসহ কয়েক শ মানুষকে হত্যা করে। আহত হন কয়েক হাজার মানুষ। আমরা মনে করি, প্রতিটি ঘটনার বিচার হওয়া উচিত।


কিন্তু মামলা দায়েরের ক্ষেত্রে যদি মারাত্মক ত্রুটি থাকে কিংবা উদ্দেশ্যমূলকভাবে কাউকে আসামি করা হয়, তাহলে ন্যায়বিচার পাওয়া দুরূহ হয়ে পড়ে। প্রথম আলোর খবর থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেছেন ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ জামান হোসেন খান। তাঁর করা মামলায় মোট ১৯৬ জনকে আসামি করা হয়েছে, যাঁদের মধ্যে ৫৩ জন সাবেক সচিব। আসামিদের মধ্যে আরও আছেন মাত্র এক মাস আগে মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যাওয়া মো. মাহবুব হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও