ক্যান সংগ্রহ করে বিশ্বরেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
মানুষের নানা কিছু সংগ্রহের শখ থাকে। কেউ মুদ্রা, কেউ ডাকটিকিট থেকে শুরু করে নানা কিছু সংগ্রহ করে থাকেন। এবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের এক বাসিন্দা পাওয়া গেল, যিনি সংগ্রহ করে থাকেন এনার্জি ড্রিংকের ক্যান। শুধু তা–ই নয়, ১ হাজার ১৯টি ক্যান সংগ্রহ করে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। জোয়েল স্পিয়ারস নামের এই ব্যক্তি আবার ক্যাফেইন পান করতে খুব পছন্দ করেন।
রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ট্রিভার্টন এলাকার বাসিন্দা স্পিয়ারসকে ইউটিউবে অনেকেই চেনেন ‘ক্যাফেইন ম্যান’ হিসেবে। চলতি বছরের জানুয়ারিতে তিনি তাঁর ক্যান সংগ্রহের প্রমাণপত্র গিনেস কর্তৃপক্ষের কাছে জমা দেন। গত সপ্তাহে কৃর্তপক্ষ চূড়ান্তভাবে ঘোষণা দেয়, হ্যাঁ, স্পিয়ারস বিশ্বে এনার্জি ড্রিংক ক্যানের সবচেয়ে বড় সংগ্রহশালা গড়ে তুলেছেন।
- ট্যাগ:
- জটিল
- বিশ্বরেকর্ড
- নতুন বিশ্বরেকর্ড