![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-11-12%252F480l0vm9%252FMonoj-Mitra-Bancharam.jpg%3Frect%3D64%252C0%252C759%252C506%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
বাগান ফেলে চলে গেলেন ‘বাঞ্ছারাম’, প্রয়াত মনোজ মিত্র
প্রথম আলো
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১২:৪৯
‘বাঞ্ছারাম’ নামটির সঙ্গে বাংলা চলচ্চিত্র ও নাট্যানুরাগীদের পরিচয় বহুদিনের। সেই কবে থেকে বাগান আঁকড়ে ছিলেন বাঞ্ছারাম। এই ইউটিউব দুনিয়ায়ও বাংলা সিনেমার দর্শক মনকে নাড়া দেয় বাঞ্ছারাম কাপালির হাহাকার। বাঞ্ছারামের সেই ‘সাজানো বাগান’, যেন আজও ঠিক তেমনই সাজানোই রয়েছে। তবে ‘বাঞ্ছারাম’ আর নেই। তাঁকে তাঁর ‘সাজানো বাগান’-এর মায়া ত্যাগ করেতেই হলো। প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র।
বয়স হয়েছিল ৮৬ বছর। হিন্দুস্তান টাইমস, আনন্দবাজারসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন মনোজ মিত্র। বেশ কয়েক বছর ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সকালে এই বরেণ্য অভিনেতা মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ভাই সাহিত্যিক অমর মিত্র।
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন
- তারকার জীবন
- প্রয়াত