বন্ধুর জীবনসঙ্গীকে যদি আপনার পছন্দ না হয়

প্রথম আলো প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১২:২৯

সময়ের সঙ্গে বদলায় সম্পর্কের রং, মনের চাহিদা। একটা বয়স পর্যন্ত পরিবারই থাকে সবচেয়ে আপন। এরপর আসে বন্ধুরা। জীবনে বিশেষ কেউ আসার আগপর্যন্ত বন্ধুই যেন সবচেয়ে কাছের মানুষ। জীবনসঙ্গীর আবির্ভাবে বন্ধুত্ব যে সব ক্ষেত্রে হারিয়ে যায়, তা কিন্তু নয়। সঙ্গীসমেত বন্ধুদের আড্ডাও তো চলে। তবে কাছের বন্ধুর জীবনসঙ্গীকে যদি আপনার ভালো না লাগে, তাহলে কিন্তু বেশ মুশকিলেই পড়বেন। এমন পরিস্থিতিতে কী করবেন।


কারণটা ভেবে দেখুন


অনেক কারণেই বন্ধুর জীবনসঙ্গীকে আপনি অপছন্দ করে বসতে পারেন। খুব সাধারণ একটি কারণ হতে পারে বঞ্চনার অনুভব। অর্থাৎ যদি আপনার মনে হয়, বন্ধুর জীবনে একজন জীবনসঙ্গী আসার কারণে আপনার বন্ধু আর আগের মতো করে আপনাকে সময় দিচ্ছেন না। তাঁর জীবনসঙ্গীটি একজন নিপাট ভালো মানুষ হলেও এই একটি কারণেই আপনার তাঁকে অপছন্দ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও