বাংলাদেশ হেরেছে বাংলাদেশের কাছেই
প্রথম আলো
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১২:০০
সংস্করণ ওয়ানডে আর আফগানিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড—সিরিজ শুরুর আগে দুটো বিষয়ই বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছিল। সিরিজ শুরুর পর এর সঙ্গে যোগ হয়েছে আরও একটি—শারজার উইকেট। এটা ঠিক ৩০০ রানের উইকেট নয়।
২৫০ রানের আশপাশে হলেও দারুণ লড়াই করা যায়। বাংলাদেশ যেটা চায় আর কী! তবে এত কিছুর পর ফলটা এতক্ষণে নিশ্চয় জানেন—২-১ ব্যবধানে বাংলাদেশের সিরিজ হার। কেন এমন হলো, কোন জায়গায় ঠিক আফগানিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ?
এক হঠাৎ ঝড়
সিরিজের প্রথম ম্যাচ। আফগানিস্তান ২৩৫ রানে অলআউট। সেদিন নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান দুজনেই নেন ৪ উইকেট। মোটাদাগে, বোলারদের পারফরম্যান্সে প্রশ্ন তোলার জায়গা খুব কমই ছিল। রিশাদ হোসেন খরুচে ছিলেন, ৮ ওভারে উইকেট না পাওয়া এই লেগ স্পিনার রান দিয়েছিলেন ৪৬। তবে সব ম্যাচে তো সবাই ভালো করবেন না!