এবার ওপেনএআই ছাড়ছেন প্রধান সুরক্ষা গবেষক

বণিক বার্তা প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১২:১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানি ওপেনএআইয়ের প্রধান সুরক্ষাবিষয়ক গবেষক কোম্পানিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার এক্সে দেয়া পোস্টে লিলিয়ান ওয়েং এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আগস্ট থেকে গবেষণা ও সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। এর আগে ওয়েং ওপেনএআইয়ের সেফটি সিস্টেম টিমের প্রধান ছিলেন। খবর টেকক্রাঞ্চ।


পোস্টে লিলিয়ান ওয়েং বলেন, ‘ওপেনএআইয়ে সাত বছর কাজ করার পর আমি এখন বিশ্রাম নিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে প্রস্তুত।’ তিনি ১৫ নভেম্বর পর্যন্ত কোম্পানিতে আছেন, তবে এরপর কোথায় যাচ্ছেন, তা স্পষ্ট করেননি। ওয়েং আরো লিখেছেন, ‘ওপেনএআই ছাড়ার সিদ্ধান্ত নেয়া আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। আমরা যা অর্জন করেছি তা দেখে, আমি সেফটি সিস্টেম টিমের সবার প্রতি গর্বিত ও অত্যন্ত নিশ্চিত যে টিমটি ভবিষ্যতেও সফলতা বজার রাখবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও