You have reached your daily news limit

Please log in to continue


৪৮ ঘণ্টা পরও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েননি শ্রমিকেরা, দুর্ভোগে যাত্রীরা

বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। কর্তৃপক্ষের আশ্বাসের পরও বেতন না পাওয়ায় টানা ৪৮ ঘণ্টা ধরে মহাসড়কটি অবরোধ অব্যাহত রেখেছেন তাঁরা। আজ সোমবার সকাল আটটার দিকে নগরের মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের এ কর্মসূচি পালন করতে দেখা গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আশপাশের মোট ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানার প্রায় তিন হাজার শ্রমিক গত তিন মাস বেতন পাচ্ছেন না। কয়েক দফা আন্দোলনের সময় শিল্প পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। শ্রমিকেরা তা মেনে নিয়ে আবার কাজে ফিরে যান। কিন্তু কয়েক দফায় বেতন পরিশোধের দিন নির্ধারিত হলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন