বন্ধ কারখানা খুলে আখ চাষিদের পাশে দাঁড়ান
দেশে চিনি উৎপাদনের কারখানা পনেরটি। এরমধ্যে নানা কারসাজি করে ছয়টি কারখানা চার বছর ধরে বন্ধ করে দেয়া হয়েছে। পনেরটি চিনিকলের চারপাশ জুড়ে ব্যাপক কৃষি জমিতে আখ চাষ করে আসছেন কৃষক। ছয় কারখানা বন্ধের ফলে চার বছর ধরে নানা সংকটে রয়েছেন ওই অঞ্চলের আখ চাষিরা। যারা গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত।
ভয়াবহ সিন্ডিকেটের কারসাজিতে ছয় কারখানা বন্ধ করে বিপদে ফেলে দেয়া হয়েছে তাদের। দেশের কারখানায় উৎপাদন বন্ধ করে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে চিনি। যা উচ্চমূলে ক্রয় করছে মানুষ। গত মাড়াই মৌসুমে নয়টি চিনিকলে চিনি উৎপাদন হয়েছিল মাত্র ২১ হাজার ৩১৪ টন, যেখানে দেশের চাহিদা ১৮ লাখ টন। এ সুযোগে চিনি পরিশোধন কারখানাগুলো সিন্ডিকেশনের মাধ্যমে নানা অজুহাত ও কৌশলে ৬০-৬৫ টাকা মূল্যের চিনি ১৩০ থেকে১৬০ টাকা কেজিতে কিনতে বাধ্য করেছে আমাদের।
- ট্যাগ:
- মতামত
- চিনি উৎপাদন
- আখ চাষ