সবার সন্তান হয়ে ওঠা শিশু মুনতাহাকে কেন বাঁচানো যায় না
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকলে একটা শিশুর ছবি বারবার সামনে আসছিল। ঠোঁটে লাল রঙের লিপস্টিক। মুখে একরাশ হাসি। মায়াবী চোখজোড়া অপলক তাকিয়ে আছে। পরনে বেগুনি রঙের জামা। ফুটফুটে সুন্দর শিশু মুনতাহা আক্তারের এই ছবি গত কয়েকদিনে অসংখ্যবার দেখা হয়ে গেছে আমাদের।
পাঁচ বছর বয়সী এ শিশুর খোঁজ চায় সবাই। আহারে কোথায় হারাল বাচ্চাটা? প্রতিদিন কত বাচ্চা হারিয়ে যায়, আবার ফিরেও পাওয়া যায়—তেমনই কোনো ঘটনাই মনে হচ্ছিল। ফলে ময়মনসিংহে কোনো স্টেশনে শুয়ে থাকা কোনো বাচ্চাকে মুনতাহার মতো মনে হয়, তাও ছড়িয়ে পড়ে ফেসবুকে। সবার মধ্যে একটি আশা সঞ্চার হলেও তা আর সত্য হয় না।
একেকটা দিন যায় মুনতাহা হয়ে ওঠে সবার বাচ্চা। আদরের সন্তানের খোঁজে সবাই যেন হয়ে ওঠেন মুনতাহার পাগলপারা মা–বাবা। ফলে মুনতাহার সন্ধান দিতে পারলে একেকজন থেকে আসে পুরস্কারের ঘোষণা। কেউ ঘোষণা দেন, স্বর্ণের চেইন উপহার দেয়া হবে, কেউ লাখ টাকা, কেউ দশ হাজার টাকা, কেউ দেবেন চাকরি।