কর্মসূচি ডাক দিয়েও মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর প্রথমবারের মতো কোনো কর্মসূচির ডাক দিয়েও মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। শহীদ নূর হোসেন দিবসে দলটির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে গতকাল রবিবার দিনভর ছিল টান টান উত্তেজনা। ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে এদিন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে জিরো পয়েন্টে সমবেত হওয়ার ডাক দিয়েছিল আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত সেখানে দলটির নেতাকর্মীদের তেমন কোনো সমাগম ছিল না। এ ছাড়া সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এদিন মাঠে থাকবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিলেও, তাদেরও কাউকে তেমন সক্রিয় দেখা যায়নি।
উল্টো গণহত্যায় জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে জিরো পয়েন্ট ঘিরে মাঠে সরব ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও এর বিভিন্ন সহযোগী-অঙ্গসংগঠন এবং জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কিছু আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে এলেও তাদের মারধরের শিকার হতে হয়। মারধরের শিকার এমন কয়েকজনকে আটক করে নিয়ে যেতেও দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পরে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের পাশ থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক একটি মিছিল বের করলে সেটিও বিএনপি-জামায়াতসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়ে যায়।