আইফোনের সব ডুপ্লিকেট ছবি ডিলিট করবেন কীভাবে?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ২২:৫৮
বর্তমানে ক্যামেরা হল আইফোনের অন্যতম ব্যবহার হওয়া এক ফিচার। খুব সহজেই যে কোনো স্মৃতি ধরে রাখতে ফোন থেকে ছবি তোলে মানুষ।
আর নিখুঁত ছবি পেতে অনেকেই একাধিক ছবি তুলে থাকেন। এরপর বাড়তি ছবি ডিলিট না করলে সেগুলো জমা হতে থাকে আইফোনে বা আইক্লাউডে। এতে দখল হতে পারে স্টোরেজ-এর মূল্যবান জায়গা।
ভালো খবর হল, আইফোনে এ সমস্যার একটি সহজ সমাধান আছে, যা অ্যাপল আইওএস ১৬ বা এর পরের সংস্করণে যোগ করেছে।