You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘ ট্রেলারে অ্যাকশনে ভরপুর থান্ডারবোল্টস

ডি২৩ ব্রাজিল ইভেন্টে মার্ভেল তাদের আসন্ন সিনেমা ‘থান্ডারবোল্টস’- এর বিস্তৃত একটি ট্রেলার প্রকাশ করেছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফ্লোরেন্স পিউগ, সেবাস্টিয়ান স্ট্যান এবং ডেভিড হার্বার।

প্রায় চার মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লোরেন্স পিউগের চরিত্র ইয়েলেনা এবং ডেভিড হার্বারের রেড গার্ডিয়ান, যারা উভয়ই প্রথমে ব্ল্যাক উইডো সিনেমায় উপস্থিত হয়েছিলেন।

এই ছবিতে আরও অভিনয় করেছেন জুলিয়া লুইস-ড্রেফাস (ভীপ) কন্টেসা ভ্যালেন্টিনা আলেগ্রা ডি ফন্টেন হিসেবে, ডেভিড হার্বার (স্ট্রেঞ্জার থিংস) রেড গার্ডিয়ান হিসেবে, সেবাস্টিয়ান স্ট্যান (দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার) বাকি বার্নস/ উইন্টার সোলজার হিসেবে, ওয়াইট রাসেল (মোনার্ক: লিগ্যাসি অফ মনস্টার্স) জন ওয়াকার/ ইউ.এস. এজেন্ট হিসেবে, হান্না জন-কেমেন (অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প) আভা স্টার/গোস্ট হিসেবে, অলগা কুরাইলেঙ্কো (হিটম্যান) টাস্কমাস্টার হিসেবে, লুইস পুলম্যান (টপ গান: মাভেরিক) সেনট্রি হিসেবে, গেরালডিন ভিসওয়ানাথান (মিরাকল ওয়ার্কার্স) এবং আরও অনেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন