You have reached your daily news limit

Please log in to continue


সুইজারল্যান্ডে নিষিদ্ধ হচ্ছে বোরকা, মুখ ঢাকলে জরিমানা

পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এর ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হতে হবে নারীদের।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৬ নভেম্বর) দেশটির সরকার জানায়, পাবলিক প্লেসে নারীরা বোরকা পরতে বা মুখ ঢেকে রাখতে পারবেন না। মুখ ঢেকে রাখলে নারীদের জরিমানার মুখোমুখি হতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে ও যারা এ আইন অমান্য করবে, তাদের ১ হাজার সুইস ফ্রাংক (১ হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান। এ নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক ও কনস্যুলার ভবন, উপাসনালয় ও অন্যান্য পবিত্র স্থানে প্রযোজ্য হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ কেবল তখনই ঢাকা যাবে যখন তা স্বাস্থ্য, নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে প্রয়োজনীয় হবে। এছাড়া শৈল্পিক কাজ, বিনোদন ও বিজ্ঞাপনেও এটি ব্যবহার করা যাবে। মতপ্রকাশ ও সমাবেশে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্যও অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন