জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি ছাত্রশিবিরের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ২২:০৯
জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। রোববার (১০ নভেম্বর) রাজধানীর শাহবাগে ছাত্রশিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ফ্যাসীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি উত্থাপন করেন।
এ সময় মঞ্জুরুল ইসলাম বলেন, অভ্যুত্থানের তিন মাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, তাতে হাজারও প্রাণ ঝরে গেছে যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সঈদ, ঢাকার শহীদ মুগ্ধসহ অসংখ্য ছাত্রজনতা ও ছাত্রশিবির কর্মীকে শহীদ করা হয়েছে। এই গণহত্যায় রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে ছাত্রজনতার ওপর নিপীড়ন চালানো হয়েছে।