You have reached your daily news limit

Please log in to continue


অন্যের হাসি আমাদের হাসি আসে কেন?

কখনো কি খেয়াল করেছেন, কেউ হাসলে আশেপাশের মানুষও অজান্তেই হাসি থামাতে পারে না? কেউ গল্প বলার সময় হেসে ফেললে বা মজার কিছু হলে আমরা প্রায়ই তার সাথে সাথে হাসতে শুরু করি। এটা কেবল মজার ঘটনা নয়; আসলে এটি একটি বৈজ্ঞানিক ঘটনা। চলুন দেখি, কেন হাসি সংক্রমিত হয়!

মস্তিষ্কে এক ধরনের স্নায়ুকোষ আছে, যাদের বলা হয় মিরর নিউরন। এই নিউরনগুলো অন্যের আবেগ বা আচরণ দেখলে সেটি আমাদের মস্তিষ্কেও নকল করে।

উদাহরণ হিসেবে, কেউ হাসলে তার মুখের হাসির মাধ্যমে আমাদের মস্তিষ্ক সেই অনুভূতি নকল করে এবং আমাদেরও হাসির অনুভূতি দেয়। এটি আমাদের সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।

হাসি একটি প্রাকৃতিক স্ট্রেস রিলিভার বা মানসিক চাপ কমানোর মাধ্যম। যখন আমরা হাসি, তখন আমাদের শরীরে এন্ডরফিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এটা আমাদেরকে আনন্দ দেয় এবং চাপমুক্ত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন