You have reached your daily news limit

Please log in to continue


কবে মা হবেন, জন্মদিনে জানালেন মিম

ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। বরাবরের মতো বাড়িতে নিজেদের মতো করে দিনটি উদযাপন করবেন এই অভিনেত্রী। তবে সন্ধ্যায় হয়তো তার জন্য অপেক্ষা করছে েকানো চমক। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে জিজ্ঞেস করা হয় পরিবার পরিকল্পনার কথাও। জবাবে মিম জানিয়েছেন, কবে মা হবেন তিনি।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তার প্রথম সিনেমা ‘আমার আছে জল’।

আজ জন্মদিনটা কীভাবে কাটবেন? জাগো নিউজকে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাবো। অামি একটি প্রসাধন প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যামব্যাসেডর। সন্ধ্যায় তাদের অফিসে যেতে হবে। আমার ধারণা, সেখানে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন