You have reached your daily news limit

Please log in to continue


এবার আইফোনে ১৪ প্রো ম্যাক্সে বিস্ফোরণ

আজকাল প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। বিভিন্ন কারণে ফোন বিস্ফোরণ হতে পারে। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণের ঘটনা ঘটছে, তেমনই ঘরে থেকেও ঘটছে দুর্ঘটনা। এতে হতাহতের খবরও পাওয়া যায়। এতদিন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আগুনে পুড়লেও আইফোনকে অনেকেই নিরাপদ হিসেবেই বিবেচনা করে থাকেন। তবে এবার চীনে আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, রাতে ঘুমানোর সময় ওই নারী তার স্মার্টফোন চার্জে দিয়েছিলেন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো ঘর। এই ঘটনার জেরে ওই নারীও আহত হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাটারির ত্রুটির কারণেই আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন ধরে যায়। তিনি এই ফোনটি ২০২২ সালে কিনেছিলেন। ইতিমধ্যেই ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে ওই নারী ফোনে আগুন লাগার ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন