‘আওয়ামী লীগের নেতৃত্ব নেবেন?’ সোহেল তাজ দিলেন ‘শর্ত’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ২২:৫২

মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার বিষয়ে এক প্রশ্নে ‘শর্ত’ দিয়েছেন।


শনিবার বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে এক আয়োজনে বক্তব্য দিতে গিয়ে এই প্রশ্নের মুখে পড়েন তিনি।


জবাবে ২০০৯ সালে গঠন করা আওয়ামী লীগ সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ পেলেও পরে অভিমান করে সরকার ও সংসদ থেকে পদত্যাগ করা নেতা বলেন, “নির্দিষ্ট কিছু দায় আওয়ামী লীগ মেনে না নিলে এ দলের নেতৃত্বে আসার প্রশ্নই উঠে না।”


ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে কথাসাহিত্যিক অধ্যাপক আহমাদ মোস্তফা কামালের সঞ্চালনায় ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে' শীর্ষক এক আলোচনায় যোগ দিয়েছিলেন বঙ্গতাজ পুত্র।


গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সোহেল তাজ দলটির ক্ষমতায় থাকা অবস্থায় নানা পদক্ষেপ ও নীতির সমালোচনা করছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশানা করেও নানা বক্তব্য দিয়েছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও