You have reached your daily news limit

Please log in to continue


অবশেষে নামজুলের ব্যাটে ফিফটি

চলতি বছর মার্চে সর্বশেষ ওয়ানডেতে ফিফটি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও এর মাঝে আর মাত্র ৪টি ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ৪৭ রান করে আউট হয়েছিলেন তিনি।

তবে শারজায় আজ দ্বিতীয় ম্যাচে ইনিংসটাকে ফিফটির মাইফলক পার করালেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে সব ফরম্যাচ মিলিয়ে ১১তম ইনিংসে এসে ফিফটির দেখা পেলেন তিনি। সর্বশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন শান্ত।

৭৫ বল মোকাবেলা করে ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় অর্ধশত স্পর্শ করেন বাংলাদেশ অধিনায়ক।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪২। ৫৪ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ২১ রান নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন