You have reached your daily news limit

Please log in to continue


প্রেক্ষাগৃহে একদিনে দেশের দুই সিনেমা

সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রেক্ষাগৃহে এসেছে দুইটি সিনেমা।

এর মধ্যে প্রেমের গল্পের ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখাসহ মুক্তি পেয়েছে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে।

এছাড়া ‘রং ঢং’ সিনেমাটিও দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে; চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা নতুন শিল্পীদের প্রতারিত হওয়ার গল্প এই সিনেমার প্রেক্ষাপট।

চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। নির্মাতা রেজাউর রহমান গ্লিটজকে বলেছেন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকে টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণি শাখা,ও বালি আর্কেডে ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ দেখানো হচ্ছে।

এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম ও দিয়াবাড়ী উত্তরার মিউজিক মুভি থিয়েটারসহ ঢাকার বাইরের বেশকিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটি এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন