সবজি-মুরগির বাজারে স্বস্তি, চড়া আলুর দর
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৩০
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। মাছের বাজার স্থিতিশীল থাকলেও দাম কমেছে মুরগির। এদিকে সবজির মধ্যে আলু চড়া দামে বিক্রি হচ্ছে। নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিক্রেতারা।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, আলুর দাম গত সপ্তাহের চেয়ে পাঁচ টাকা এবং দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে, যা এখন বিক্রি হচ্ছে ৭০ কেজি টাকা দরে। আলুর এ দাম চলতি বছরের সর্বোচ্চ।
বিক্রেতারা জানিয়েছেন, গত শুক্রবার বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু ৬৫ টাকায় বিক্রি হয়েছে।