রিটার্ন দাখিল যাদের বাধ্যতামূলক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১৬:২০

আয়কর রিটার্ন জমা মূলত দুই শ্রেণির মানুষের জন্য বাধ্যতামূলক করা হযেছে।


এর মধ্যে যাদের করযোগ্য আয় রয়েছে, তার এর আওতায় পড়েছেন। অর্থ্যাৎ জুলাই থেকে জুন পর্যন্ত তার আয়ের পরিমাণ একটি নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি, তা;এর রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।


আর দ্বিতীয় শ্রেণি হল, কোনো ব্যক্তির আয় নির্দিষ্ট পরিমাণ না হলেও কিছু সেবা নেওয়ার জন্য তাকে রিটার্ন জমা দিতে হয়। তিনি জিরো বা শূন্য রিটার্ন দেবেন। অর্থ্যাৎ তিনি রিটার্ন জমা দিলেও তার কোন কর দিতে হবে না।


আয়ের বিবেচনায়-


১. কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার (individual) আয় যদি বছরে ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি হয়।


২. নারী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৪ লাখ টাকার বেশি হয়।


৩. তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৪ লাখ ৭৫ হাজারের বেশি হয়।


৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৫ লাখ টাকার বেশি হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও