মাছের মাথা কেন খাবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪২
মাছে ভাতে বাঙালি। প্রতিদিন পাতে মাছ না রাখলে অনেকেরই চলে না। তবে এর মধ্যে অনেকে আছেন যারা মাছের মাথাটা খেতে বেশি ভালবাসেন। মাছের মাথার স্বাদ রীতিমতো সুস্বাদু।
বিশেষজ্ঞদের মতে, মাছের মাথা থেকে প্রায় সবরকম পুষ্টিগুণই পাওয়া যায়। এতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে আবার স্বাস্থ্যকর ফ্যাটও বেশি থাকে।
এছাড়া মাছের মাথায় কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও অনেকটাই কম থাকে। একই সঙ্গে মাছের মাথা সোডিয়াম ও পটাশিয়ামের গুণে সমৃদ্ধ। এতে তেমন কার্বোহাইড্রেট নেই, বরং প্রোটিন মেলে অনেকটাই।
মাছের মাথা খাওয়ার যত উপকারিতা
হার্টের রোগ দূর করে
হার্ট ভালো রাখতে সাহায্য করে মাছের মাথা। এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ একেবারেই কম। তাই মাছের মাথা খেলে হার্টের রোগের ঝুঁকি কমে।