![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024November/untitled-1-20241108111042.jpg)
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ হলেন ক্যারিবিয়ান পেসার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৩০
মাঠে অধিনায়কের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায় ম্যাচ চলাকালীন মাঠ ছেড়েছিলেন আলজারি জোসেফ। ক্যারিবিয়ান এই পেসারের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির কোচ ড্যারেন স্যামি। এবার জোসেফকে শাস্তিও পেতে হচ্ছে। এমন আচরণের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ হলেন আলজারি।
মূল ঘটনা ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে। চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। ঘটনাটির সূত্রপাত মূলত এখানেই। ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। পরেই জোসেফের বলে দারুণ এক শট খেলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স। এসময় রাগ প্রকাশ করেন জোসেফ। বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন এই পেসার।