 
                    
                    অন্তর্বর্তী সরকারের তিন মাস : একটি নির্মোহ বিশ্লেষণ
ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা। পতন হয় সাড়ে ১৫ বছরের একনায়কতান্ত্রিক শাসনের। সেদিন গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয় বিক্ষুব্ধ জনতা।
পদত্যাগের আগে জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারায় শিশু-কিশোর-শিক্ষার্থীসহ প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ। চোখ হারায়, পঙ্গুত্ববরণ করে কয়েক হাজার। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর মানুষ সেসময় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতেও দ্বিধা করেনি।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                