বৃষ্টির সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২৩:০৩

মৌসুমী আবহাওয়ার কারণেই দেশের বিভিন্ন স্থানে কখনও বৃষ্টি আবার কখনও মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে।


অন্যদিকে শীতের আমেজে দেশের প্রায় সর্বত্র শুস্ক আবহাওয়া বিরাজ করছে। তবে আগামী দুদিন দেশের দু-চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে স্থানভেদে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা জানানো হয়েছে।


তবে আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাত বাড়লেও তা ক্ষণস্থায়ী এবং পরিমাণেও কম হবে। যা তাপমাত্রা পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে না। আবার এ সময় রাত ও দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনাও নেই। বৃহস্পতিবার (৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস জানায়নি।

বরং এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। 


পূর্বাভাসে বলা হয়, এদিন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও