আইফোন হোম স্ক্রিনে স্টিকি নোট যোগ করবেন যেভাবে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২২:৫০
মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হল ‘ভুলে যাওয়া’, দিনের গুরুত্বপূর্ণ কোনো কাজ, কোনো বিশেষ তারিখ। আর এমন পরিস্থিতে সাহায্য করতেই সম্ভবত এসেছিল ‘স্টিকি নোট’। মনে রাখার জন্য দরকারি কিছু এ ছোট চিরকুটে লিখে সেঁটে দেওয়া যায় দেওয়ালে।
বর্তমানের ডিজিটাল দুনিয়ায় চলে এসেছে স্টিকি নোটের ডিজিটাল সংস্করণ। পিসির স্ক্রিনে এটি সহজেই যুক্ত করা যায় এই নোট। আইফোনেও রয়েছে এ সুযোগ।
কীভবে আইফোনে স্টিকি নোট যোগ করবেন সে বিষয়ে নির্দেশনামূলক এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।
স্টিকি নোট উইজেট ডাউনলোড করুন
স্টিকি নোট উইজেট-এর ফিচার প্রথম চালু হয় ‘আইওএস ১৪’ সংস্করণে।
শুরুতেই অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যের স্টিকি অ্যাপ উইজেট ডাউনলোড করুন। অ্যাপটি বাস্তবের স্টিকি নোটের কাছাকাছি অভিজ্ঞতা দেওয়ার মতো করে তৈরি।