আইফোন হোম স্ক্রিনে স্টিকি নোট যোগ করবেন যেভাবে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২২:৫০

মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হল ‘ভুলে যাওয়া’, দিনের গুরুত্বপূর্ণ কোনো কাজ, কোনো বিশেষ তারিখ। আর এমন পরিস্থিতে সাহায্য করতেই সম্ভবত এসেছিল ‘স্টিকি নোট’। মনে রাখার জন্য দরকারি কিছু এ ছোট চিরকুটে লিখে সেঁটে দেওয়া যায় দেওয়ালে।


বর্তমানের ডিজিটাল দুনিয়ায় চলে এসেছে স্টিকি নোটের ডিজিটাল সংস্করণ। পিসির স্ক্রিনে এটি সহজেই যুক্ত করা যায় এই নোট। আইফোনেও রয়েছে এ সুযোগ।


কীভবে আইফোনে স্টিকি নোট যোগ করবেন সে বিষয়ে নির্দেশনামূলক এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।



স্টিকি নোট উইজেট ডাউনলোড করুন


স্টিকি নোট উইজেট-এর ফিচার প্রথম চালু হয় ‘আইওএস ১৪’ সংস্করণে।


শুরুতেই অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যের স্টিকি অ্যাপ উইজেট ডাউনলোড করুন। অ্যাপটি বাস্তবের স্টিকি নোটের কাছাকাছি অভিজ্ঞতা দেওয়ার মতো করে তৈরি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও