আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়: সালাহ উদ্দিন আহমদ

প্রথম আলো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২২:২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। তাই এ দেশে ফ্যাসিবাদের রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়।’


ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।


আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না উল্লেখ করে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘তারা অতীতেও বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। তারা সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। যারা জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা পালিয়ে গেলেও দেশে এনে বিচার করা হবে। যত দিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে, তত দিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে।’



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও