দীর্ঘতম অনুপস্থিতির পর মাউন্ট ফুজিতে ফিরল তুষার

কালের কণ্ঠ জাপান প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২০:২৬

১৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বরফের অনুপস্থিতির পর জাপানের ফুজি পর্বতে তুষারপাত হয়েছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদন থেকে জানা যায়, জাপানের সর্বোচ্চ চূড়ায় তুষারপাত সাধারণ সময়ের চেয়ে প্রায় এক মাস পরে দেখা দিল এবার। একই সঙ্গে দেশটি অন্যতম সবচেয়ে গরম গ্রীষ্মকাল পার করল।


জাপানের আবহাওয়া সংস্থার শিজুওকা শাখা বুধবার ফুজি পর্বতের তুষারাবৃত চূড়া প্রথমবারের মতো পর্যবেক্ষণ করে।


এদিকে তুষার পড়ার খবরে স্থানীয়রা আনন্দিত হয়ে তুষারঢাকা চূড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। তুষারের ছবি ছড়িয়ে পড়ার পর এক্সে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আহা, আমি অপেক্ষায় ছিলাম!’ আরেকজন লেখেন, ‘তুষারপাত নিয়ে এই বছরের মতো আমি আগে কখনো এত উত্তেজিত হইনি।’


ফুজির সাদা চূড়াকে ইঙ্গিত করে তৃতীয় একজন টুইটারে লিখেছেন, ‘অবশেষে...এই সাজে তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও