You have reached your daily news limit

Please log in to continue


খুলে দেওয়া হয়েছে হাজারী গলির দোকানপাট

হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে ফেইসবুক পোস্ট ঘিরে উত্তেজনা থেকে যৌথ বাহিনীর ওপর হামলার জেরে এক দিন বন্ধের পর চট্টগ্রামের হাজারী গলির সব দোকানপাট খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথবাহিনীর সদস্যরা গিয়ে বিভিন্ন দোকান ও মার্কেটের সিলগালা করা তালা খুলে দেন। দোকানিরা তাদের দোকানে প্রবেশ করেন।

পরে দামপাড়ায় সেনাবহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডে সংবাদ সম্মেলনে যৌথবাহিনীর ট্রাস্কফোর্স-৪ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ সাংবাদিকদের বলেন, “এটা ওষুধ ও স্বর্ণ ব্যবসার ‘হাব’। এটা একদিনের জন্য বন্ধ ছিল। আমাদের তদন্ত কার্যক্রমও চলবে, পাশাপাশি অর্থনৈতি চাকা যাতে স্থবির হয়ে না যায় সেটাও আমরা দেখছি। আজ থেকে সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন